নিটু দেওয়ান, মুশির্দাবাদঃ

ক্যান্সার হল একটি মারণব্যাধি রোগ।তাই আজ ক্যান্সার রোগের সচেতনতা শিবিরের আয়োজন করল নবগ্রাম অমর চাঁদকুন্ডু কলেজ এনএসএস ইউনিট।এই শিবিরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সাইফুল ইসলাম,কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছিলেন। ক্যান্সার রোগ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতনতা করেন কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনিস্টিটিউটের ক্যান্সার বিশেষজ্ঞ ডা: রামদাস চ্যাটার্জি ও উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজের ক্যারিয়ার কাউন্সিল এর অফিসার ড: শ্যাম সুন্দর শেঠ ।ডা: চ্যাটার্জি ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার কি সেই সম্পর্কে মূল্যবান তথ্য দিয়ে সচেতন করেন।ক্যান্সার সচেতনতা শিবির সম্পর্কে কলেজের এনএসএস ইউনিটের পোগ্রাম অফিসার অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন,“কান্সার সচেতনতা শিবিরে ক্যান্সার সম্পর্কে সচেতনতার বিকাশ এই শিবিরের মূল উদ্দেশ্য।আমরা পরবর্তী কালে বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষ দের ক্যান্সার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এগিয়েছি।এই সচেতনতামূলক শিবির আয়োজন করার জন্য নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজ এনএসএস ইউনিটের সদস্য ও ছাত্রছাত্রীদের জন্য আমি গর্বিত।”
আরো পড়ুনঃ ধৃতরাষ্ট্র প্রশাসন,বেহাল দশা মোহনপুর কংসাবতী বাস ব্রীজের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584