নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ছয় বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও রাজ্যে অসম্পূর্ণ থেকে গিয়েছে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে চাকরি প্রার্থীদের রাজ্যজুড়ে ক্ষোভ দেখা গিয়েছে।
এই নিয়েই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ মালদহ জেলা শাখার পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুরের চাকরি প্রার্থীরা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মুস্তাক আলমের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন। তাদের পক্ষ থেকে বলা হয় ২০১৪ সালে ফর্ম ফিলাপের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তা এখনও সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুনঃ বেসরকারি বাস রাস্তায় না নামানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা হাইকোর্টে
আইনি জটিলতা এবং কমিশনের সদিচ্ছার অভাবের ফলেই যে নিয়োগ প্রক্রিয়া আজও সম্ভব হয়নি সেই কথাও স্পষ্ট করে বলা হয়েছে ডেপুটেশনে।
এর ফলে চাকরি প্রার্থীরা অবসাদে ভুগছে, এমনকি অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক মুস্তাক আলম রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তিনি আরও বলেন ডেপুটেশনের এই কপি তিনি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠাবেন এবং শীতকালীন অধিবেশনে এই বিষয় নিয়ে সওয়াল করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584