দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে মনোরমার প্রার্থীপদ প্রত্যাহার

0
97

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ বৃহস্পতিবার তৃণমূলের দলীয় নেতৃত্বের চাপে অবশেষে জেলাপরিষদের আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তৃণমূলের মনরমা দাস। দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের ৯নং আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কর্মাধ্যক্ষা মনোরমা দাস। দলীয় নির্দেশ অমান্য করে খোদ দলেরই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসকে। বৃহস্পতিবার জেলাপ্রশাসনিক ভবনে সাংসদ অর্পিতা ঘোষের উপস্থিতে অবশেষে তিনি জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। গতবারের নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের ৮নং আসনে জয়ী হয়ে কর্মাধ্যক্ষা হয়েছিলেন তৃণমূলের মনোরমা দাস। আসনটি এসটি সংরক্ষিত হওয়ায় এবারের নির্বাচনে মনোরমা দাসকে টিকিট দেয়নি দল। এমনকি অন্য কোন আসনেও তাকে প্রার্থী না করায় ক্ষুব্ধ হন তিনি। গত ৯এপ্রিল বালুরঘাট ৯নং জেলাপরিষদ আসনে তিনি নিজেকে তৃণমূল প্রার্থী দাবি করে মনোনয়ন জমা দিয়েছিলেন।
ঐদিনই ৯নং আসনটিতে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শিপ্রা নিয়োগী। একই আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে দুই-দুজন দাবিদার হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামানো হয় দলীয় সাংসদ অর্পিতা ঘোষকে। বৃহস্পতিবার প্রশাসনিক ভবন চত্বরে মনোরমা দাসকে রীতিমত তোপের মুখে পড়তে হয়েছে মনোরমা দাসকে। এদিন তৃণমূল সাংসদ  অর্পিতা ঘোষ বালুরঘাটে জেলা সমার্হতালয়-এর অফিসে মনোরমা দাসকে  বলেন পার্টি যখন তোমাকে টিকিট দেয় নি তখন তুমি কেন মনোনয়ন জমা দিলে। এর পাশাপাশি তিনি মনোরমা দাস-এর স্বামী তৃণমূল নেতা লগীন দাস কথা উল্লেখ করে বলেন আমি লগীন দাসকে বলেছিলাম যাতে তুমি মনোনয়ন না জমা দাও। তিনি তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী-র নির্দেশ উল্লেখ করে মনোরমা দাসকে উদ্ধৃত করে বলেন তোমরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন থাকবা।বৃহস্পতিবার অবশেষে দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে জমা দেওয়া মনোনয়ন তুলে নেন মনোরমা দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here