সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে বহরমপুর শহর জুড়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হলো। উল্লেখ্য গতকাল অর্থাৎ সোমবারের দিন সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার এলাকায় সুতপা চৌধুরী নামের এক কলেজছাত্রীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ সুশান্ত চৌধুরী নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব মোমবাতি মিছিলের আয়োজন করল শহর বহরমপুর জুড়ে। এদিনের এই মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, এদিনের এই মোমবাতি মিছিলে অধীর বাবু ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ অন্যান্য কংগ্রেস কর্মীবৃন্দ।
আরও পড়ুনঃ শান্তিপূর্ণভাবে পালিত হলো খুশির ঈদ, পুলিশ প্রশাসনের শুভেচ্ছা সম্প্রীতির বার্তা
মিছিল শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন রাজ্যে আইনের শাসন নেই, প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে এই ধরনের নৃশংস খুনের ঘটনা শহর বহরমপুরে ঘটতো না। এই ধরনের ঘটনা সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না আতঙ্কের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মনে। আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং ধৃত সুশান্ত চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন অধীর রঞ্জন চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584