নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের খড়্গপুরে করোনা আক্রান্ত হল ৩ জন। এবার করোনা পজিটিভ রিপোর্ট এল খড়গপুর মহকুমা হাসপতালের কান্টিন ইনচার্জের।

কয়েকদিন আগে ওই ক্যান্টিনের এক কর্মী করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরে তার সংস্পর্শে আসা প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে।
পরে তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ক্যান্টিন ইনচার্জের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ফের করোনা আক্রান্ত ৫ জন
এর পাশাপাশি খড়গপুরের ভবানীপুরে কয়েকদিন আগে করোনায় মৃত্যু হয় এক অসুস্থ ব্যক্তির।সূত্রের খবর,তার পরিবারের দুজনের শরীরে করোনার পজিটিভ পাওয়া গেছে।
প্রশ্ন উঠছে, এতদিন কেটে গেল রিপোর্ট আসতে এতো দেরি হলো কেনো ? ওই পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে ইতিমধ্যে প্রায় ৯ দিন কাটিয়ে দিয়েছেন। তবে আজ আবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584