করোনায় প্রয়াত আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর। অবশেষে করোনার কাছে হার মানেন টম। জীবনাবসান ঘটে তাঁর।

Captain Tom Moore | newsfront.co
ক্যাপ্টেন টম মুর। ফাইল চিত্র

বিবিসি সূত্রে খবর, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাবেক এই সেনা কর্মকর্তা। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিল মাসে মুর তাঁর শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তাঁর বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।

বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুনঃ নাসার শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল

এরপর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন।

আরও পড়ুনঃ রিহানার পর কৃষক আন্দোলনের পাশে গ্রেটা থুনবার্গও

রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেয়ে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তাঁকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সপ্তাহেই তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here