চাকরির দাবীতে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কেএলও – লিঙ্কম্যানদের

0
60

মনিরুল হক, কোচবিহারঃ

protesting | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় এবারে আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও এবং লিঙ্কম্যানরা। বুধবার কোচবিহার জেলা শাসকের ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন ওই প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যানরা। এদিন কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫১ জন সদস্য জেলা শাসকের ভবনে এসে বিক্ষোভ দেখায়।

কোচবিহারের ৫১ জন কেএলও ও লিঙ্কম্যানদের যদি চাকরিতে নিয়োগ করা না হয় তাহলে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এমনকি এর প্রভাব বিধানসভার ভোট বাক্সে পড়বে বলেও দাবি করেন। শুধু তাই নয়, আগামী দিনে তারা আবার আগের কাজেও ফিরে যেতে বাধ্য হবে বলেও জানান।

villagers protesting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ এসইউসিআই-র

এই বিষয়ে ৫১ জন কেএলও ও লিঙ্কম্যানদের প্রতিনিধি হিসেবে সেকেন্দার হোসেন বলেন, ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মূল স্রোতে ফিরে আসা কেএলও লিঙ্কম্যানদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হবে। এই ঘোষণার পর তাঁরা বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চাকরির দাবি নিয়ে। তারপরে যারা প্রকৃত লিঙ্কম্যান, যাদের নাম বিডিও ও এসডিওর খাতা কলমে লেখা রয়েছে, তাঁদের মধ্যে ৫১ জন রয়েছে। কিন্তু তাদের চাকরি না হয়ে হচ্ছে অন্য লোকজনের বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, সারা বাড়ির জঙ্গল সাফ করে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই ৫১ জন কে বঞ্চিত করবেন না। তা নাহলে এই প্রভাব ভোটের বাক্সে পড়বে। আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অথবা আগের কাজ কর্মে ফিরে যাব। যা এই ৫১ জন হয়ে উঠবে ৫১ হাজার কেএলও লিঙ্কম্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here