সুদীপ পাল,বর্ধমানঃ
ব্যস্ততম রাস্তার ওপরে সার দিয়ে দাঁড়িয়ে থাকে লরি।আর সেই লরির লাইন পেরিয়ে যেতে হয় পথচারীদের। পথচারীদের আশঙ্কা এতে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল।পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের দার্জিলিং মোড় থেকে অজয় সেতু পর্যন্ত প্রায় সারাদিনই সার বেঁধে বহু গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে রাস্তায় চলাচল করা গাড়িগুলি একে অপরকে যখন সাইড দেয়, সেই পাস কাটাবার সময় সামান্যতম জায়গাটিও থাকেনা। এতে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশই বাড়ছে। বাইক আরোহীরা বলছেন, এমনিতেই জায়গা নেই। তারপর বড় গাড়ি যখন পাশ কাটায় তখন আমরা কোথায় দাঁড়াবো বুঝতে পারি না। খুব ভয় লাগে এই পথে বাইক চালাতে। ছোট টেম্পো কিংবা ম্যাটাডোরের চালকরাও একই বক্তব্য প্রকাশ করছেন। তাঁদের আশঙ্কা এই রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। এলাকাবাসী চাইছেন, যাতে এই সার দিয়ে দাঁড়ানো গাড়িগুলি এখানে না দাঁড়ায় এবং কর্তৃপক্ষ এজন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করুক। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: টোটোয় নাভিশ্বাস বর্ধমানের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584