সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ ব্লকের শক্তিপুর ফেরিঘাটে সোমবার নৌকায় উঠানোর সময় নৌকা থেকে পড়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল একটি গাড়ি। জানা গিয়েছে, রোগী নিয়ে ওই গাড়িটি ভাগীরথী নদী পেরোনোর জন্য নৌকায় উঠেছিল। তখন ড্রাইভার ব্রেক কষলো অসাবধানবশত গাড়িটি নৌকা থেকে ভাগীরথীর জলে পড়ে যায়। আর যার জেরে কার্যত নদীর জলে তলিয়ে যায় ওই গাড়িটি। ওই গাড়িতে এক অসুস্থ ব্যক্তি ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শক্তিপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙ্গা ২ ব্লক প্রশাসনিক আধিকারিকেরা এবং শক্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙ্গা ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী।
গাড়িটি উদ্ধারের জন্য দুটি নৌকা দিয়ে তল্লাশি চালায় ব্লক প্রশাসন, শক্তিপুর থানার পুলিশ এবং মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে একটি রোগীকে নিয়ে ড্রাইভার নৌকায় ওঠাছিল, তখনই অসাবধানবশত নৌকা থেকে পড়ে গাড়িটি ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়।
আরও পড়ুনঃ দার্জিলিং যাওয়ার পথে বিধানসভার অধ্যক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল
আরও জানা গিয়েছে যে, শক্তিপুরের গৌরীপুর এলাকা থেকে ৬০ বছর বয়সী সারথি মন্ডল নামের এক রোগী ঘাট পার হচ্ছিল তখনই বিপত্তি ঘটে। যদিও গাড়িটি উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছে বেলডাঙ্গা ২ ব্লক প্রশাসন এবং শক্তিপুর থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584