শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
হাজার হাজার মানুষের এক মাত্র যাতায়াতের পথ মহিষাদল নারায়ণপুর রাজ্য সড়ক।বেশ কয়েক দিন নিম্নচাপের বৃষ্টির জেরে এই রূপনারায়ন নদীর পাড়ে দেখা দিয়েছে ভয়ঙ্কর ফাটল।আর এই ঘটনা সকলে চোখের সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রায় সাত আটটি গ্রামের মানুষ।শুধু তাই নয় এই নদী দিয়ে পূর্ব মেদিনীপুর-হাওড়া যোগাযোগের অন্যতম বাড় অমৃতবেড়িয়া খেয়া সার্ভিস।কয়েক হাজার মানুষের যাতায়াত নিত্যদিন সেই ফেরি সার্ভিস দিয়ে।৩০০ মিটার জায়গা জুড়ে দেখা দিয়েছে ভয়ঙ্কর ফাটল এই নদীর পাড়ে।আর যে কোনো মুহূর্তে এই ফাটল দিয়ে জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিতে পারে বহু মানুষকে।তাই স্থানীয়দের চোখে মুখে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য,’এই নদীর পাড়ে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে।যেকোনো দিন এই ফাটল দিয়ে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিতেপারে।প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই রাস্তায়।বিপদ কি আর বলে আসে।আমরা মিলিত হয়ে স্থানীয় প্রশাসন কে বিষয় টি জানিয়েছি। ওনারা আসস্থ করেছেন দ্রুত এই বাঁধ সাড়ানো হবে’।
আমরা বিষয়টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি স্তরে জানিয়েছি। যাতে এই পাড় দ্রুত মেরামত করা হয় বলে জানান অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক।
সকলের আর্জি দ্রুত যেন এই সমস্যা সমাধান করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ বাঘের আতঙ্কে তটস্থ গরুঝোড়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584