সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ছাত্র ছাত্রীদের কেরিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখানোর জন্য স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইওর পক্ষ থেকে কেরিয়ার গাইডেন্স ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন রাণীনগর ২ ব্লকের রাণীনগর হাই স্কুলে কেরিয়ার গাইডেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশার বিশেষজ্ঞগন কেরিয়ারের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এসআইওর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি তৌসিফ আহমেদ ফায়সাল, “প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তে কেরিয়ার গাইডেন্স ক্যাম্প হয়ে থাকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর ছাত্র ছাত্রীর কোন দিকে যাবে, তা অনেকে ঠিক করতে পারে না। তাই আমরা চেয়েছি একঝলকে ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে একটা ধারণা দিতে। এর ফলে ছাত্র ছাত্রীদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।”
আরও পড়ুনঃ সালার ব্লক এর স্কুলগুলিতে মাধ্যমিকে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
ক্যাম্পে প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন বলে জানান সংগঠনের জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ। উপস্থিত ছিলেন এসআইওর রাজ্য শিক্ষা সম্পাদক তথা গবেষক সাইদ মামুন, ডোমকল পলিটেকনিক কলেজের লেকচারার রফিকুল ইসলাম, সাদিখাঁরদিয়াড় হাই স্কুলের শিক্ষক মাসুদ করিম, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মকলেসুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জনসংযোগ সম্পাদক ইমরান সেখ, জেলা সম্প্রসারন সম্পাদক রাসেল কাইজার, রাণীনগর ২ ব্লক সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক জয়নাল আবেদীন, জামাআতের ব্লক সভাপতি গোলাম গাউস, সাদ্দাম হোসেন প্রমুখ। উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকগন এসআইওর এহেন উদ্যোগকে স্বাগত জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584