মনিরুল হক, কোচবিহারঃ
সমগ্র দেশের সাথে কোচবিহারেও পালিত হল কার্গিল বিজয় দিবস।
শুক্রবার কোচবিহার সাগর দীঘি সংলগ্ন শহীদ স্মারক প্যাটন ট্র্যাকের সামনে কোচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
১৯৯৯ সালের ভারত পাকিস্থান সীমান্তের কার্গিলে দুই দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। মূলত পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা উভয় রাষ্ট্রের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্তরেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অবশেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে ফৌজ প্রত্যাহারে বাধ্য করা হয়।
এছাড়াও কার্গিল যুদ্ধ হল পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘটিত দ্বিতীয় তথা সাম্প্রতিকতম প্রত্যক্ষ যুদ্ধ। এই যুদ্ধে পাকিস্থানী ফৌজদের পরাস্ত করে জয় ছিনিয়ে আনে ভারত।
আরও পড়ুনঃ কার্গিল বিজয় দিবস স্মরণে জওয়ানদের রক্তদান শিবির
এই দিনটিকেই ফুল মালা শ্রদ্ধায় স্মরণ করা হয় কার্গিল যুদ্ধের শহীদ সেই দিনের বীর সেনানীরা। প্রাক্তন সৈনিক সংঘের সম্পাদক তপন চৌধুরী বলেন, আমরা কার্গিল যুদ্ধের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতেই এই দিবসটি পালন করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584