আনিসুর রহমান,কোলকাতা:
সেরা পুজোর গ্রেট শোর জন্য বাছাই করা হয়েছিল কলকাতার পুরস্কারপ্রাপ্ত ৬৮টি দুর্গা প্রতিমাকে। এবারের সেই সেরা দুর্গা প্রতিমা নিয়ে বিকেল পাঁচটায় কলকাতার রেড রোডে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রীরা, সাংসদ, বিধায়কসহ কলকাতার বিশিষ্টজনেরা। শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব—উপস্থিত ছিলেন বিদেশি অতিথিরাও।
প্রতিটি বিজয়ী পুজো কমিটি এই বিসর্জন শোভাযাত্রায় ছিল ৫০ কর্মী,শিল্পী। সাজিয়ে ছিল প্রতিটি পূজা কমিটি ট্যাবলোও। এরপর এই ট্যাবলো নিয়ে বিকেল পাঁচটায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। শোভাযাত্রার মাঝে রেড রোডে তৈরি করা হয় বিশেষ মঞ্চ।
মঞ্চের সামনে প্রতিটি পুজো কমিটি তাদের সদস্য ও শিল্পীদের নিয়ে প্রদর্শন ও পরিবেশন করে নানা অনুষ্ঠান। গানবাজনা-নৃত্য থেকে বিভিন্ন ক্রীড়া কৌশল।
এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জন করার জন্য রেড রোড ধরে নেতাজির মূর্তি, ইডেন গার্ডেন্স পার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরের বাবুঘাটে। সেখানের ১৭টি ঘাটে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় প্রতিমা বিসর্জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584