প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে বহু উৎপাদন। আর সেই তালিকা থেকে বাদ যায়নি কালিয়াগঞ্জের বিখ্যাত কার্পেট শিল্পও। ২০০৯ সালে এখানে প্রতিষ্ঠা হয় মালগাঁও হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি। ২০ থেকে ২৫ টি ইউনিটে কাজ হতো এখানে।
প্রতি ইউনিটে সেল্ফ হেল্ফ গ্রুপের ২২ জন করে সদস্যরা কাজ করেন। সময়ে সঙ্গে সঙ্গে সাফল্যের মুখ দেখতে শুরু করে এই সোসাইটির তৈরি কার্পেট।
এরপরই ২০১৯ সালে মালগাঁও কুনোর মেঘা ওয়েভার কোঅপারেটিভ সোসাইটির ১০২ জন সদস্য মিলে এই কর্মযজ্ঞ শুরু করে। বর্তমানে মোটামুটি ৬০০ জন এই সোসাইটির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তার মধ্যে রয়েছেন ২৫০ জন মহিলা।
আরও পড়ুনঃ অস্থায়ী ব্যবসায়ীদের সুপার মার্কেটে ব্যবসা করার অনুরোধ রায়গঞ্জ পুরসভার
কিন্তু লকডাউনের ফলে আচমকা কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে ঝাঁপ পড়ে যায় এখানকার কার্পেট উৎপাদন কেন্দ্রে।
এখানকার তৈরি কার্পেট শুধুমাত্র এলাহাবাদ, বেনারস, মির্জাপুর, ভদই (উত্তরপ্রদেশ)-এর মতো ভিনরাজ্যেই নয়, বরং তা সরবরাহ করা হয়ে থাকে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স সহ বাইরের একাধিক দেশেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584