নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অবশেষে মঙ্গলবার আন্দোলনের পথে মেদিনীপুর দায়রা আদালতের আইনজীবীরা। এই আন্দোলনের জেরে বন্ধ রয়েছে মেদিনীপুর জেলা আদালত।এদিন রাস্তা অবরোধ করে আন্দোলন দেখান আইনজীবীরা।
উল্লেখ্য,গত কয়েক দিন আগে প্রশাসনের হস্তান্তরের মেদিনীপুর সফরের দায়ের আদালত খড়্গপুরে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে মেদিনীপুর দায়রা আদালতে সমস্ত আইনজীবীরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে।
সোমবার একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে মিছিল করেন তাঁরা। অভিযোগ সেই আন্দোলনে প্রশাসন কোনও কর্ণপাত না করায় মঙ্গলবার আদালতের সমস্ত কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন সমস্ত আইনজীবীরা।
আরও পড়ুনঃ আদালত স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীদের মিছিল
তারই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে কোতওয়ালি থানার পুলিশ।এই মামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছেন মেদিনীপুর দায়রা আদালতে সমস্ত আইনজীবীরা।
এদিন আদালতের অচলাবস্থার কারণে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584