নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গত মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ দেখায়। ব্যক্তির নাম সুমন মিত্র। তিনি সিটিজেন্স এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন নামের এক সংগঠনের সদস্য। ওইদিন ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি, জিন্স, পায়ে চামড়ার জুতো আর সঙ্গে একপাল ভেড়া।
ওনার দাবি, অতিমারিতে রাজ্যপালের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই অভিনব প্রতিবাদের উদ্যোগ। তিনি ওইদিন রাজ্যপালকে ‘ভেড়ার পাল’ -এর সঙ্গে তুলনা করেন। বলেন, ভেড়ারগুলো নিদির্ষ্ট জায়গাতেই নিয়ে এসেছি। রাজ্যজুড়ে অতিমারি চলছে আর এরইমধ্যে যে নোংরামি হল তার শাস্তি হওয়া উচিত। যদিও পুলিশ সঙ্গে সঙ্গে সরিয়ে দেয় ওই ব্যক্তি ও ভেড়াগুলিকে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে নির্বাচনী ডিউটিতে গিয়ে ১৬০০ নয় মৃত্যু ৩ জন শিক্ষকের, দাবি যোগী সরকারের
এই বিক্ষোভের জেরেই এবার হেয়ার স্ট্রিট থানায় ১৪৪ ধারায় দায়ের হয় মামলা। কোভিড বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু করা হয়েছে। ‘অতিমারির মধ্যে নোংরা রাজনীতি চলছে, তার জন্য দায়ী রাজ্যপাল’, দাবি ওই ব্যক্তির।
উল্লেখ্য, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কমিশনারকে রিপোর্ট তলবও করেন রাজ্যপাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584