মধ‍্যপ্রদেশে পুলিশ পরীক্ষার্থীদের বুকে জাতপাতের ছাপ

0
164

ওয়েবডেস্ক:-

আবার বিতর্ক মধ‍্যপ্রদেশে। এবার মধ‍্যপ্রদেশে ধর জেলায় জেলা হাসপাতালে মেডিক্যাল টেস্টের সময় চাকরিপ্রার্থী দের বুকে কাস্ট লেবেল সেটে দেওয়া হল। কি বলবেন এই ঘটনাকে? মধ্যযুগীয় বর্বরতা? সেসময় অপরাধীদের গায়ে উল্কি এঁকে দেওয়া হত। সেরকমই দৃশ্য দেখা গেল আধুনিক ভারতে। তবে অপরাধীদের নয়, হবু কনস্টেবলদের নগ্ন ঊর্ধ্বাঙ্গে বুকের উপরে লিখে দেওয়া হল জাত।

ছবি সৌজন্য-ANI

পুলিশ কনস্টেবল পোস্টের জন্য মেডিক্যাল টেস্টের সময় এই ঘটনা ঘটে। পুলিশ সুপারিনটেনডেন্ট বীরেন্দ্র সিং জানান,” এটি একটি অত্যন্ত সিরিয়াস অভিযোগ , আমরা তদন্তের আদেশ দিয়েছি।”

মুখ‍্য প্রধান স্বাস্থ্য আধিকারিক ড: আর সি পানিকা ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দেন।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব‍্যপারটি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এটা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এসসি-এসটি প্রিভেনশন অব অ্য়াট্রোসিটিজ আ্যক্ট  অনুযায়ী এটা ফৌজদারি অপরাধের  মধ্যে পড়ে বলেও ওয়াকিবহাল মহলের মতামত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here