ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
লকডাউনে নিজের পোষা বিড়ালের জন্য খাবার কিনতে চেয়ে পুলিশ প্রশাসনের কাছে ‘পাশ’ চেয়েছিলেন। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। তাই শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হলেন।
Cat Owner Moves Kerala HC Challenging Refusal Of 'Pass' For Buying Pet Food Amid Lockdown [Read Petition] https://t.co/8C0bQNKI1e
— Live Law (@LiveLawIndia) April 5, 2020
এমনই ঘটনা ঘটেছে কেরালায়। তিনটি পোষা বিড়ালের মালিক এন প্রকাশ তার গাড়ির জন্য পুলিশের এই পাশ প্রত্যাখ্যানের বিরুদ্ধে কেরালা হাইকোর্টে আবেদন করেছেন।
নিরামিষাশী প্রকাশ তার আবেদনে জানিয়েছেন যে তার তিনটি বিড়ালের জন্য তিন সপ্তাহের খাবার হিসাবে ‘মে ও পেরিসেন’ নামক ব্র্যান্ডের ৭ কিলো প্যাকেট যথেষ্ট। এখন সেই খাবার শেষ হয়ে যাওয়ায় তিনি ‘কোচি পেট হসপিটাল’এ খাবার কিনতে যাওয়ার জন্য কেরালা পুলিশের কাছে অনলাইনে আবেদন করেন। পুলিশ তার আবেদন প্রত্যাখ্যান করলে তিনি কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন।(ছবি: প্রতীকী ও সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584