নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলি মোড়ে এক যুবককে গুলি চালানোর ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক গরু পাচারকারীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলাউদ্দিন। প্রসঙ্গত চলতি মাসের ১৬ তারিখ রাতে মিলন মন্ডল নামে এক যুবক গোয়ালটুলি মোড়ে ফসল তুলতে গিয়েছিল। ঠিক সেই সময় কে বা কারা তাকে গুলি করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়েন এবং এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা তাকে ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা। অন্য দিকে এই ঘটনার তদন্তে নামে। যদিও ওই যুবকের ভাই-এর অভিযোগ রাতে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারকারী গরু পাচার করে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে গরু পাচারের সময় সব্জি বাগানের উপর দিয়ে গরু নিয়ে যাওয়ার ফলে প্রচুর সবজি নষ্ট হয়। এর জন্য কৃষকরা নিজ নিজ সব্জি ক্ষেত রাতে পাহারা দেন। সেই কারণে পাচারকারীদের গরু পাচার করতে অসুবিধা হচ্ছে তাই পাচারকারীরা গুলি চালিয়ে তার দাদাকে খুন করার চেষ্টা চালায়। এরপর এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই আরোও বেশি করে নড়েচড়ে বসে পুলিশ।
এরপর শনিবার রাতে গরু পাচারকারী মোহাম্মদ আলাউদ্দিনকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584