নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা আবারও বড়সড় সাফল্য পেল।গঙ্গারামপুর থানার আইসি গৌতম রায় ও গঙ্গারামপুর থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ার বাঁধমোড় এলাকা থেকে চার হাজার পাঁচশো বোতল নিষিদ্ধ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করল ও একইসাথে একটি চার চাকা গাড়ি দুটি মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায়,ধৃত ব্যক্তির নাম শম্ভু সিংহ,তা বাড়ি বংশীহারী থানার উত্তর শিবপুর গ্রামে।জানা যায় এই শম্ভু সিংহ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাঁধমোড়ের একটি বাড়ি থেকে নিষিদ্ধ কফ সিরাপ তার চারচাকা গাড়িতে তুলছিল তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে আরো জানা যায় এর আগেও শম্ভু সিংহ বিরুদ্ধে গঙ্গারামপুর থানার নয়াবাজার বাপি নামক এক যুবককে হত্যা করার কেসে আসামী ছিল সে।কয়েক দিন আগেই সে জামিনে ছাড়া পেয়েছে।আজ ওই পাচারকারীকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে।গঙ্গারামপুর থানার পুলিশ সাত দিনের পুলিশী হেপাজত চেয়ে আবেদন করেছে।যাতে এই পাচারের মূল চক্রীদের গ্রেফতার করা যায়।
আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় শিক্ষক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584