শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এর আগেও তাকে গ্রেফতার করেছিল সিবিআই। তাকে জেরা করে জানা গিয়েছিল বাংলাদেশের আরেক গরু পাচারকারী আবু তালেব সহ একাধিক বিএসএফ কমান্ড্যান্টের যুক্ত থাকার কথাও। কিন্তু সেই সময় যথোপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তাকে ছেড়ে দিয়েছিল। তারপর থেকেই দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন এনামূল। শুক্রবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি টিম গ্রেফতার করল কিংপিন এনামূল হককে।
ঘুষ মামলায় ধৃত কেরলের বাসিন্দা এবং বিএসএফের কমান্ডান্ট জিবু ডি ম্যাথিউয়ের আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্থের উৎস খুঁজতে গিয়েই সিবিআই আধিকারিকরা জানতে পারেন এনামুল হক এবং তাঁর গরু পাচারের সিন্ডিকেটের কথা। তাকে জেরা করে উঠে আসে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য।
জানা যায়, গবাদি পশু আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করতে সহায়তা করার বিনিময়ে এনামুলের পাচার সিন্ডিকেট থেকে বিপুল অঙ্কের টাকা পেয়েছিলেন জিবু।
আরও পড়ুনঃ শোভন-বৈশাখীর সাথে অমিতের বৈঠক ঘিরে গুঞ্জন
ওই বিএসএফ আধিকারিককে জেরা করেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, জিবু ছাড়াও, মালদহ এবং মুর্শিদাবাদে কর্মরত একাধিক বিএসএফ আধিকারিক এবং সীমান্ত রক্ষী বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের একাধিক শীর্ষ আধিকারিক এনামুলের পাচার সিন্ডিকেটের কাছ থেকে বিপুল অর্থ পেয়ে থাকেন।
আরও পড়ুনঃ জলঙ্গিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক
এই নিয়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তল্লাশি চালানো হয় সতীশ কুমার নামে এক বিএসএফ আধিকারিকের সল্টলেকের বাড়িতে। ওই মামলায় সতীশ ছাড়াও অভিযুক্ত হিসাবে এফআইআর করা হয়েছে এনামুল হক, সতীশের ছেলে এবং এনামুলের কয়েকজন শাগরেদের বিরুদ্ধে। সতীশের বাড়ির পাশাপাশি ওই দিন বেনিয়াপুকুরে এনামুলের বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। এবার ফের এনামূল হককেও হেফাজতে নিলেন সিবিআই গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584