চিটফান্ড মামলায় এবার সিবিআই-এর তলব মানস ভুঁইয়া-কে, সোমবার হাজিরার নির্দেশ

0
74

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ছবি:সংগৃহীত

আইকোর মামলায় এবার সিবিআই তলব করল মানস ভুঁইয়াকে। ২০ সেপ্টেম্বর, সোমবার বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের এই মন্ত্রীকে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্ন মানস বাবু সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছিলেন নাকি আইকোর কর্তাদের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল – সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা। জানা গিয়েছে বিধায়ক মদন মিত্রের পুত্র স্বরূপ মিত্র কেও তলব করেছে সিবিআই।

এই মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও কয়েক দিন আগে তলব করে সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হলেও সিবিআই দফতরে যাননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি হাজিরা দিতে যেতে পারবেন না সেকথা চিঠি দিয়ে জানানোর পর গত সোমবার শিল্প ভবনে গিয়ে পার্থকে দু’ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। জেরা শেষে শিল্পমন্ত্রী জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল সব জানিয়েছেন তিনি। তবে সোমবার মানস ভুঁইয়া সিবিআই দপ্তরে যাবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here