হুগলির বাসুদেবপুরে হুল দিবসে সিধু-কানহুর মূর্তি স্থাপন

0
156

সেখ বদরুল আলম সিদ্দিকী: হুগলী:-

গতকাল ১৬৩ তম ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে হরিপাল ব্লক ‘সিদো মুর্মু – কানহু মুর্মু স্মৃতি রক্ষা কমিটি’-র উদ্দোগে হরিপাল থানার বাসুদেবপুর মোড়ে সকাল ১১ ঘটিকায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে হুল দিবস উদযাপন ও সিদো মুর্মু – কানহু মুর্মু মূর্তি স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠান মঞ্চে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার অলচিকি ভাষাকে অগ্রাধিকার দিয়েছে। দীর্ঘদিন বঞ্চিত থাকার পর মুখ্যমন্ত্রী সাঁওতালিদের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্প গ্রহণ করার পাশাপাশি আদিবাসীদের জীবন আলোকিত করার জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। আগামীদিনে অলচিকি ভাষা ক্লাস টুয়েলভে পড়ানোর জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই যাঁরা পড়াশোনা করতে চান ও শিক্ষকতা করতে চান তাঁদের প্রাধান্য দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here