শিষ্য খুনে বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম

0
76

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে শিষ্য খুনে দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। রামরহিম-সহ আরও পাঁচজন এই খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন। এছাড়াও ধর্ষণের অপরাধে ইতিমধ্যেই ২০ বছরের জন্য জেলের সাজা হয়েছে তাঁর।

Gurmeet Ram Rahim
গুরমিত রাম রহিম

রাম রহিম তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন, এই খবর প্রকাশ্যে আসায় হাত আছে শিষ্য রণজিৎ সিং-এর, এমন সন্দেহে খুনের পরিকল্পনা করা হয় রণজিৎ সিং-কে। ২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। সিবিআই-এর দাবি, এই খুনে হাত ছিল রামরহিমের। উল্লেখ্য, রণজিৎ সিং-এর মৃত্যুর ঘটনায় রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ জানান মৃত রণজিৎ সিংহের ছেলে।

আরও পড়ুনঃ ৭০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, সিডনিতে শীঘ্রই উঠবে লকডাউন

২০১৭ সালে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেয় আদালত। আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনে সাজা হয় তাঁর । বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here