নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার মামলায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশীট পেশ CBI-এর

0
104

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় নন্দীগ্রামের মামলায় হলদিয়া আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে ৩ অভিযুক্তের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। জেলার একাধিক জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ করে বিজেপি।

CBI

অভিযোগ, ৩ মে থেকে চিল্লাগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা শুরু হয়। হিংসার জেরে খুন হন চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি খুন হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপরে তমলুক জেলা হাসপাতাল এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ১৩ মে মৃত্যু হয় দেবব্রতর। এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলাতেই ৩ অভিযুক্তের বিরুদ্ধে এদিন চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়তেই নিজের টুইটার বায়ো থেকে বিজেপির নাম সরালেন সুব্রমনিয়ম স্বামী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here