শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গরু পাচার-কয়লা পাচার কাণ্ডের সঙ্গে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত কে চালিয়ে যেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। হঠাৎ করেই একটি নতুন ভয়েস রেকর্ডিং এসেছে সিবিআই গোয়েন্দাদের হাতে, এমনটাই সিবিআই সূত্রে খবর।
সেই ভয়েস রেকর্ডিং মিলিয়ে দেখার জন্য একদিকে যেমন তৃণমূল নেতা আসিফ খানকে তলব করা হয়েছে, ঠিক তেমনই জেলে গিয়ে সুদীপ্ত এবং দেবযানীকে জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই এই সংক্রান্ত অনুমোদন আদালতের তরফে নেওয়া হয়েছে।
তদন্তকারীদের দাবি, ওই ভয়েস রেকর্ডিং চিটফাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এদিকে আবার এদিন গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য তৃণমূল নেতা আসিফ খান কে তলব করা হয়েছে সিবিআই দফতরে।
আরও পড়ুনঃ শুভেন্দু বাবু একজন ভাল নেতা, বিজেপিতে এলে ভালো হবে! হলদিয়াতে মন্তব্য ভারতী ঘোষের
বস্তুত পরপর দুটি বিধানসভা ও লোকসভা নির্বাচনে বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত ইস্যু নিয়ে তোলপাড় হলেও বর্তমানে এই সংক্রান্ত তদন্তে কিছুটা ধীর গতিতে চলছিলেন সিবিআই গোয়েন্দারা। একাধিক আধিকারিক বদলি হয়ে যাওয়ার পাশাপাশি চূড়ান্ত চার্জশিট পেশের সময় দীর্ঘায়িত হয়ে চলেছে।
এই মামলার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় জামিনের আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসকে অথর্বের দল বলে কটাক্ষ দিলীপ ঘোষের
শুনানিতে বিচারপতি জানতে চান, ‘ কুণাল ঘোষ যদি জামিন পেতে পারেন, তাহলে দেবযানী মুখোপাধ্যায় কেন পাবেন না?’ সিবিআইয়ের বক্তব্য, কুণাল ঘোষ মিডিয়া সংক্রান্ত অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিনি সারদা গোষ্ঠীর বেতনভুক কর্মী ছিলেন। আর দেবযানী ছিলেন সারদা গোষ্ঠীর অন্যতম পরিচালক।
এরপরই নয়া ভয়েস রেকর্ডিং-এর বিষয়টি আদালতকে জানান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী। সওয়াল-জবাব শেষে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সিবিআই-এর জেরা পর্ব শেষ হলে, ৮ সপ্তাহ ফের দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হবে। তার মধ্যে এই ভয়েস রেকর্ডিং নিয়ে তদন্তে এগিয়ে নিয়ে যেতে চান গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584