এবার লালা-ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের

0
77

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কয়লা-কাণ্ডে লালা ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে তলব করল সিবিআই। জানা গিয়েছে,এই ব্যবসায়ীদের মাধ্যমেই কালো টাকা সাদা করতেন লালা। যেমনভাবে গরু পাচার কাণ্ডে ভুয়া অ্যাকাউন্ট্যান্ট এর মাধ্যমে এনামুল কালো টাকা সাদা করত, অনেকটা একই কায়দায় সেই পথ বেছে নিয়েছিল অনুপ মাঝি ওরফে লালা ।

cbi | newsfront.co
ফাইল চিত্র

তাঁদের জেরা করে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে এই ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ মাথাভাঙায় পথ অবরোধ অখিল ভারত বিদ্যার্থী পরিষদের

কয়লা পাচার কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পরই দফায় দফায় রাজ্যে হানা দিয়েছে সিবিআই। কলকাতা থেকে পুরুলিয়া, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজে তদন্ত চলছে। একটি সূত্রে লালার ঠিকানা মুম্বাই বলে জানা গেলেও এখনো সেখানে তাকে পাকড়াও করা যায়নি।

ইতিমধ্যেই ইসিএল কর্তৃপক্ষকে অবৈধ কয়লা পাচার কান্ডের বিষয় জিজ্ঞাসাবাদ করতে নোটিস পাঠানো হয়েছে ইতিমধ্যেই লালাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে তৃতীয়বার নোটিস পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। এরইমধ্যে তদন্তকারীদের হাতে উঠে এল রাজ্যের ১০ ব্যবসায়ীর নাম।

আরও পড়ুনঃ কোচবিহারে সেচদফতরের বকেয়া মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ

প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে, কলকাতা-সহ বাংলার এই ১০ ব্যবসায়ীর কাছে লালার টাকা পৌঁছত। সেই সব নগদ টাকা বাজারে ‘রোল’ করার কাজটা এই ব্যবসায়ীদের মাধ্যমেই হত। তারপর সেই টাকা পৌঁছে দেওয়া হতো বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীদের কাছে । আবার টাকার একটা অংশ রেখে দিতেন লালা নিজেই। এবার সেইসব ব্যবসায়ীকে জেরা করতে চলেছে সিবিআই। তবে সেই সব ব্যবসায়ীরা কতজন হাজিরা দেবেন, আর তাদের জেরা করে কতটা তথ্য পাওয়া যাবে তা নিয়ে আপাতত সন্দিহান গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here