চাঁদার জুলুমবাজির স্বীকার হয়ে মাথা ফাটল সরকারি বাস কন্ডাক্টরের

0
79

তপন চক্রবর্তী , উত্তর দিনাজপুরঃ

বৃহস্পতিবার সকালে প্রবল চাঁদার জুলুমে সরকারি এক বাস কন্ডাক্টরের মাথা ফাটল ডালখোলায়।সাত সকালে ডালখোলা শহরে ৩৪ নাম্বার জাতীয় সড়কে চাদার জুলুমবাজী, চাদা দিতে অস্বীকার করায় জুলুমবাজরা মাথা ফাটালো সরকারী বাসের কন্ডাক্টরের আর সেটা পুলিশের সামনেই। উত্তেজিত যাত্রীরা প্রতিবাদ করে ও রুখে দাঁড়ায়। চাদা তোলার জুলুমবজরা পালিয়ে গেলেও রহিত দাস নামের এক যুবককে পুলিশ আটক করে । এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে যাত্রী ও গাড়ির কর্মীরা। ঘণ্টাখানেক পথ অবরোধের পর পুলিশ এসে ধৃত অভিযুক্তকে ডালখোলা থানায় নিয়ে যায়। তারপরেই অবরোধ ওঠে জাতীয় সড়কে।

বিক্ষুব্ধ জনতা। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ শিলিগুড়ি এক্সপ্রেস বাস ডালখোলায় এই ঘটনা ঘটে ডালখোলা ফাড়ির থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ।চাদা দিতে অস্বীকার করায় বাসের কন্ডাক্টর গৌতম চৌধুরীর মাথা ফাটিয়ে দেয় চাঁদা আদায়কারীরা। ভাঙ্গচুর চালানো হয় সরকারী বাসে৷ এরপরেই যাত্রীরা রুখে দাড়ালে পালিয়ে যায় চাঁদা আদায়কারীরা। ধরা পড়ে যায় একজন। অভিযোগ প্রতি দিনই চলছে জুলুমবাজী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারবার। আহত এই কন্ডাকটর কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চাঁদা তোলার ব্যাপারে জেলার বিভিন্ন শহরে মাইকিং করে বলে দেওয়া হলেও কি করে সরকারি বাসের উপর চাঁদার জুলুম হয় । বাসের যাত্রীরা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলে জানা যায়।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে জলে পড়ল ট্রাক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here