নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত লালা বেপাত্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস দিল সিবিআই
আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া-সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপরাধী ঘোষণা করে পোস্টার দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা বেপাত্তা। হদিশ পেতে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকে এগোচ্ছে সিবিআই। আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া-সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপরাধী ঘোষণা করে পোস্টার দিয়েছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, বৃহস্পতিবার লালার বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নোটিস লাগিয়ে দিয়েছে সিবিআই।
আরও পড়ুনঃ অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে গ্রেফতার করল ইডি
এর আগে তিন বার তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিলো, কিন্তু তা এড়িয়ে গিয়েছেন লালা। কয়লা পাচার-কাণ্ডে বেশ কিছু বড় মাথার হদিশ পেয়েছেন গোয়েন্দারা, তাঁদের খুঁজে বের করতে লালাকে হেফাজতে নিতে চায় সিবিআই। সপরিবারে বেপাত্তা লালা, তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জেরা করেও লালার হদিশ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে সিবিআই সূত্রে।
আরও পড়ুনঃ কুণালকে ‘পকেটমার’ কটাক্ষ শোভনের
দিন কয়েক আগে বিনয় মিশ্র নামে এক যুব তৃণমূল নেতার নাম উঠে আসে গরু-কয়লা পাচার কাণ্ডে। কলকাতায় তাঁর তিনটি ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। কৈখালির একটি ফ্ল্যাট সিলও করে দেন গোয়েন্দারা। এই ঘটনায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিরোধী দল বিজেপি।
এছাড়াও কয়েকদিন আগে অবৈধ গরু ও কয়লা পাচার কাণ্ডে রাজ্যের ছয় পুলিশ আধিকারিককে সমন পাঠিয়েছে সিবিআই। তাঁদের মধ্যে একজন শীর্ষ আধিকারিক ও এক ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584