উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার যাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চিটফান্ড কাণ্ডে টাওয়ার গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগেই পিসি সরকারের বাড়িতে চালানো হয় তল্লাশি। সিবিআই এর এক এসপির নেতৃত্বেই শুরু হয় শুক্রবারের এই তল্লাশি অভিযান। পিসি সরকারের মুকুন্দপুরের বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও চার জায়গায় সিবিআই আজ তল্লাশি শুরু করে।
সিবিআই সূত্রে খবর, পিসি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের একটি ব্যবসায়িক চুক্তি হয়। যেখানে টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল পিসি সরকারের। টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যে রেস্তোরাঁ খোলার কথা ছিল, সেখানে শো করার কথাও ছিল জনপ্রিয় জাদুকরের। ওই সময় দু পক্ষের মধ্য কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়।
আরও পড়ুনঃ বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণ নেই, সাংবিধানিক নিয়ম ঘিরে উঠছে প্রশ্ন
দু’পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের পরও যেমন ওই সময় নতুন রেস্তোরাঁ খোলা হয়নি। তেমনি সেখানে পিসি সরকারের কোনও শো-ও শুরু হয়নি। ওই ঘটনার পর দু’পক্ষের মধ্যে যে কয়েকটি কোটির আর্থিক লেনদেন হয়, সেই অর্থ কোথায় গেল এবং কাগজপত্রই বা কোথায়, এবার তার খোঁজেই শুরু হয়েছে তল্লাশি আরও চার জায়গায়।
আরও পড়ুনঃ সকালে দিলীপের চমকের ইঙ্গিত, দুপুরে রাজীবের তৃণমূল ত্যাগ
প্রসঙ্গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বারাসত কেন্দ্রের প্রার্থী হন পিসি সরকার। সেই ঘটনার ৭ বছর পর পিসি সরকারের বাড়িতে কেন হানা দিল সিবিআই, সে বিষয়ে চর্চা শুরু হয়েছে। যদিও সিবিআই সূত্রে খবর, পিসি সরকারের বাড়িতে তল্লাশির সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতেই পিসি সরকারের বাড়িতে সিবিআইয়ের তরফে তল্লাসি চালানো হয়।
পি সি সরকার টাওয়ার গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। চিটফান্ডকাণ্ডের তদন্তে টাওয়ার গোষ্ঠীর বিভিন্ন অফিসে তল্লাশি চালাচ্ছে সিবিআই। ওই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে কারা যুক্তে তারা কী সুবিধা নিয়েছেন তাও খতিয়ে দেখছে সিবিআই ৷
শুক্রবার দুপুরে সিবিআই-এর দশ সদস্যের একটি বিশেষ দল পিসি সরকারের বাড়িতে হাজির হয়। সিবিআইয়ের অভিযোগ, পিসি সরকার একাধিক সময় টাওয়ার গোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন। এদিন সিবিআইয়ের আধিকারিকরা প্রায় আড়াই ঘণ্টার ধরে তল্লাশি চালায় পিসি সরকারের বাড়িতে। পরে জাদুকরকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584