জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

গত ৯ মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রামে কয়েকজন দুষ্কৃতীর হাতে ধর্ষণের শিকার হয় কান্দি থানার উগ্র ভাটপাড়া গ্রামের যমুনা হাজরা নামের এক নাবালিকা। নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্তে এবার সিবিআইয়ের এক প্রতিনিধি দল কান্দির উগ্র ভাটপাড়া এলাকায় এসে ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলেন।

সিবিআইয়ের প্রতিনিধি দলের জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় যমুনা হাজার পরিবার। দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবার। ঘটনার তদন্তে সিবিআই ধর্ষিতার বাড়িতে আশায় কার্যত খুশি ধর্ষিতার পরিবার।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিজেপি কর্মীর উপর হামলা, অভিযোগ অস্বীকার তৃণমূলের

তবে সিবিআই গ্রামে আসাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সিবিআইয়ের প্রতিনিধি দল গ্রাম ছাড়তে স্বাভাবিক হয় পরিস্থিতি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584