উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মাত্র ২ দিন আগেই মানস ভুঁইঞাকে আইকোর কাণ্ডে নোটিস পাঠিয়ে ছিল সিবিআই। এবার তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজির হবার নোটিস পাঠালো সিবিআই। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই ডাক নিয়ে প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী জানালেন, “কোনও রকম ভয় পাই না।“
একুশের ভোটে আগে থাকতেই চিটফান্ডে যেন আরও তৎপর সিবিআই। আইকোর কাণ্ডে এবার নজরে তৃণমূলের মহাসচিব, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে হজিরার নির্দেশ দিয়ে এদিন তাঁকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন?
সিবিআই সূত্রের খবর, আইকোর কাণ্ডে একটি ভিডিও হাতে এসেছে গোয়েন্দাদের। সেই ভিডিও থেকে জানা দিয়েছে, আইকোরের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেকারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। অভিযুক্ত নয়, সাক্ষী হিসেবেই রাজ্যের শাসকদলের এই শীর্ষনেতাকে নোটিস পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি না থাকলে তৃণমূল জন্মাতো নাঃ শমীক ভট্টাচার্য
ভোটের মুখে সিবিআইয়ের এই নোটিশকে আমল দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, “চাপ দিয়ে আমাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। নিজের দিক থেকে আমি অত্যন্ত পরিচ্ছন্ন, স্বচ্ছ। ভয় পাই না।“ তৃণমূলের মহাসচিবের দাবি, “এখনও চিঠি পাইনি। আগে চিঠিটা দেখি, কীসে অভিযুক্ত, জানি না।“
আরও পড়ুনঃ কমিশনের সিদ্ধান্তই বহাল! প্রার্থী হতে পারবেন না উজ্জ্বল কুমার, রায় ডিভিশন বেঞ্চের
এর আগে বুধবার এই আইকোর কাণ্ডেই তৃণমূলের নেতা মানস ভুঁইঞাকে নোটিস পাঠায় সিবিআই। নোটিসে সিজিও কমপ্লেক্সে দ্রুত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সবংয়ের প্রার্থীকে। ২০১৬ সালে বিধানসভা ভোটের সময়ে সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। এবারের ভোটে কামারহাটি কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। ফের একবার রাজ্য প্রাক্তন মন্ত্রীকেও নোটিস পাঠিয়েছে ইডি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584