নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার একমাস পরে, সোমবার তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সূত্রের খবর, এবারের স্ট্যাটাস রিপোর্টে নতুন ১০টি চার্জশীট এবং ১ টি এফআইআর থাকছে।
উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই ২১টি ধর্ষণের অভিযোগ ফিরিয়ে দেয় সিবিআই। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন (NHRC)-এর দাখিল করা রিপোর্টে এই অভিযোগগুলি ছিল। তবে এই অভিযোগগুলির সপক্ষে কোন প্রমাণ মেলেনি বলে জানিয়েছিল সিবিআই।
ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়িত্বে রয়েছেন মোট ৮৪ জন তদন্তকারী আধিকারিক ও ২৫ জন কর্তা রয়েছেন যারা জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার আধিকারিক। হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করে সিবিআই।
আরও পড়ুনঃ “মনিকা ও মাই ডার্লিং” -এর সুরে প্যারেডের মহড়া, টুইটারে মোদী-শাহকে তোপ মহুয়া মৈত্রর
অভিযোগের ভিত্তিতে জেলায় জেলায় গিয়ে তদন্ত করেছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি ধড়পাকড়ও চলছে। ভোট পরবর্তী হিংসায় ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে সিবিআই। গত মাসে মুর্শিদাবাদের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এই মামলা রুজু হয়। সেই তদন্তে কান্দির উগ্র ভাটপাড়া গ্রামে তদন্তে যায় কেন্দ্রীয় গোয়েন্দার বিশেষ প্রতিনিধি দল। তবে NHRC-র দাখিল করা ২১ টি ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলে মামলাগুলি ফিরিয়ে দেয় সিবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584