শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আইকোর চিট ফান্ড মামলায় এবার সিবিআই তলব করল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্রকে। সোমবার সকাল ১১ টা ২০ মিনিটেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন মদন মিত্র। আগামীকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার তলব করা হয়েছে মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে।
মদন মিত্র-র কাছে সিবিআই বেশ কয়েকটি বিষয় জানতে চায়। আইকোর সংস্থার প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠানে ঠিক কি কারণে উপস্থিত ছিলেন মদন মিত্র এবং সংস্থার কাদের সঙ্গে তাঁর কী কারণে ওই সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি? সংস্থার কার কার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে? এইসব প্রশ্নের উত্তর চায় তাঁর কাছে। জানা গিয়েছে যথা সময়েই হাজিরা দেন বিধায়ক, আপাতত তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুনঃ আদালত অবমাননার মত বিষয় নিয়ে বেফাঁস মন্তব্য বিপ্লবের, ভিডিও পোস্ট করে টুইট অভিষেকের
গত সপ্তাহেই মদন মিত্রকে নোটিস দেয় সিবিআই, সেই মতো আজ হাজিরা দেন তিনি। উল্লেখ্য, ভবানীপুরে উপ নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন মদন মিত্র। আজই প্রচারের শেষ দিন, আর সেই সময়েই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584