বগটুই কান্ডে আইসিকে তলব সিবিআইয়ের, তদন্তে উঠছে গরু পাচার থেকে অবৈধ বালি, খাদান তথ্যও

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বগটুই হত্যাকান্ডে একাধিকবার অভিযোগ উঠেছে যে, ঘটনার দিন যথাযথ ভূমিকা পালন করেনি পুলিশ। সেই অভিযোগের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরাও। সোমবার এসডিপিও-কে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সংবাদ মাধ্যম সূত্রের খবর মঙ্গলবার সিবিআই ক্যম্পে তলব করা হয়েছে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রমানিক-কে। পাশাপাশি ঘটনার দিন আগুন নেভাতে আসা দমকল আধিকারিক ও ফায়ার অপারেটরদের তালিকা ধরে তাঁদের তলব করার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। একইসঙ্গে মঙ্গলবার ফের ডেকে পাঠানো হয়েছে মিহিলালকে।

CBI

অন্যদিকে, নারকীয় এই হত্যাকান্ডে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের বদলে এবার গরু-র খোঁজ মিলছে বলে খবর। সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে সেদিনের এই হত্যকান্ডে গরু পাচারের যোগ উঠে আসছে তদন্তে, এমনটাই জানা যাচ্ছে বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে। শুধু গরু নয়, তদন্তে উঠে আসছে বেআইনি বালি আর পাথর খাদানের তথ্যও।

বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, গরু পাচারের বেআইনি টাকা জেলার সর্বস্তরের প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত এমনটাই নাকি তাঁরা জানতে পারছেন সিবিআই সূত্রে। আনারুলকে জেরা করে গত‌ ৫-৬ বছরে গরু পাচারের লভ্যাংশের কোটি কোটি কাঁচা টাকা কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছেছে, তা আন্দাজ করা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুনঃ ‘সুল্লি ডিল’ অ্যাপ নির্মাতা ওমকারেশ্বর ঠাকুরের জামিন দিল্লির আদালতে, জামিন ‘বুল্লি বাই’ নির্মাতা বিশ্নোই-এরও

গরু পাচার কান্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। বেশ কয়েকবার এই ঘটনায় সিবিআই-এর জেরা এড়িয়েছেন তিনি। আদালতের রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদনও করেন অনুব্রত। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই মামলার শুনানি ছিল মঙ্গলবার তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে অনুব্রতর আর্জি।

আরও পড়ুনঃ গরু পাচার কান্ডে অনুব্রত মন্ডলকে কোন রক্ষা কবচ নয়, জানিয়ে দিল হাইকোর্ট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here