বায়ুমন্ডল মারফত ছড়াতে পারে করোনা, ইঙ্গিত হু-এর

0
112

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস। গবেষকদের দেওয়া এই সতর্কবার্তাকে অস্বীকার করা যাচ্ছে না। কারণ, এবার করোনা সংক্রমণের পদ্ধতি নিয়ে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু’র তরফে জানানো হল, বিশেষ কিছু পরিস্থিতিতে, যেমন বদ্ধ ঘরে বা জনবহুল জায়গায় বাতাসের মাধ্যমেও এই মারণ ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

Corona spreading | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন গবেষক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি লিখে জানিয়েছেন, বায়বীয় সংক্রমণে সক্ষম করোনা ভাইরাস। অর্থাৎ শুধু হাঁচি-কাশির ড্রপলেট কিংবা সংস্পর্শে নয়, বায়ুমণ্ডল মারফতও ছড়াচ্ছে এই ভাইরাস। করোনা ০.৫ মাইক্রনের কম আয়তনের ভাইরাস হওয়ায় বাতাসে ছয় ফুট পর্যন্ত উড়ে যেতে পারে।

আরও পড়ুনঃ ফের কড়া লকডাউনের পথে কলকাতা, কাল নবান্ন থেকে ঘোষণার সম্ভাবনা

ওই গবেষকদলের বক্তব্য, স্কুল, রেস্টুরেন্ট, ক্যাসিনো বা মার্কেটের মতো জায়গা, যেখানে বাইরের হাওয়া সহজে ঢুকতে পারে না, সেইসব বদ্ধ জায়গা খুব সহজেই নোভেল করোনা ভাইরাস সংক্রমিত করতে পারে। এতদিন পর্যন্ত হু সরকারিভাবে দাবি করছিল, করোনা বাতাসে ছড়ায় না। কিন্তু ওই গবেষকদের চিঠি পাওয়ার পরই অবস্থান বদলের ইঙ্গিত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিল প্রেসিডেন্ট

সংস্থার তরফে এক সংক্রমণ বিশেষজ্ঞ জানিয়েছেন, “বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন বন্ধ ঘর, জনবহুল এলাকা, বা বাতাস ঢুকতে পারে না এমন জায়গায় বায়ুবাহিত সংক্রমণের প্রমাণ মিলেছে। সুতরাং বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে, এর স্বপক্ষে আরও প্রমাণ প্রয়োজন।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভও ইঙ্গিত দিয়েছেন, বায়ুবাহিত সংক্রমণ নিয়ে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here