মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় আজ সোমবার সিবিআই দফতরের তলব করা হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সামনেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাই তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন। আজ সিবিআই দফতরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না বলে সিবিআইকে এদিন সাফ জানিয়ে দেন শিল্পমন্ত্রী।
আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই শিল্পভবনে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। এদিন শিল্পভবনেই ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
প্রসঙ্গত, সারদা, রোজভ্যালি, আইকোর-সহ রাজ্যের একাধিক অর্থলগ্নি সংস্থার অনিয়মের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। আইকোর সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই সংস্থার যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।
West Bengal: Central Bureau of Investigation (CBI) team reaches TMC Minister Partha Chatterjee’s office in Kolkata to question him in connection with the I-Core chit fund scam
(File pic) pic.twitter.com/AE1lBQA8AF
— ANI (@ANI) September 13, 2021
তদন্তে গোয়েন্দারা একটি ভিডিও ক্লিপও পেয়েছেন। যেখানে অর্থলগ্নিকারী সংস্থা আইকোর-এর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই ভিডিও সংক্রান্ত বিষয়েই পার্থবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য দফতরে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুনঃ ‘উন্নয়ন’ চুরি যোগীর বিজ্ঞাপনে! দিনভর উত্তাল নেটপাড়া, দায় স্বীকার সংবাদমাধ্যমের
কিন্তু নির্বাচনের ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি রাজ্যের এই মন্ত্রী। তাই একেবারে শিল্পভবনেই পৌঁছে গেল সিবিআই। আর সেখানেই সিবিআই আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন বলেই সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584