শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দু’দিন আগেই সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে কলকাতা থেকে দিল্লির সদর দফতরে বদলি করে দেওয়ায় সারদা নারদ রোজভ্যালি মামলাগুলির তদন্তগতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু রবিবার যেন আচমকা ঝিমিয়ে পড়া সারদা চিটফান্ড তদন্তে নতুন গতি এল। সূত্রের খবর, এ দিন সকালে রাঁচি থেকে সিবিআইয়ের একটি টিম কলকাতায় এসে পৌঁছয়।
জানা গিয়েছে, সারদা সংক্রান্ত ২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সুদীপ্ত সেনের ছেলে শুভজিৎ সেন এবং পিয়ালী মুখোপাধ্যায় নামের এক মহিলাকে নোটিশ ধরিয়েছে সিবিআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূলের রদবদলে খোদ অনুব্রত মণ্ডলের ক্ষমতা ‘ছাঁটা’ হতেই তীব্র গুঞ্জন শুরু দলের অন্দরেই!
প্রসঙ্গত, সারদা মামলার বেশিরভাগই কলকাতা, ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে দায়ের হয়েছে। রাঁচিতেও যে এই সংক্রান্ত মামলা রয়েছে, তা ছিল অনেকেরই অজানা। তিন বছর আগে দায়ের হওয়া মামলার হঠাৎ করে নোটিশ আসায় রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লিতে বদলি হলেন কলকাতার সিবিআই শীর্ষকর্তা পঙ্কজ শ্রীবাস্তব, কারণ নিয়ে জল্পনা
বস্তুত, একুশের ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি যে ফের সক্রিয় হবে, এমন আশঙ্কা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ৬ বছর ধরে সারদা তদন্ত চললেও ভোটের আগেই বেশি সক্রিয় হতে দেখা গিয়েছে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে। সপ্তাহ দেড়েক আগেই নবান্নের সাংবাদিক বৈঠকে এবং একুশে জুলাই ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোট এলেই ওরা এজেন্সি পাঠিয়ে দেয়।’
আর তারপরই রাঁচি থেকে পশ্চিমবঙ্গে এল সিবিআই টিম। এখন রাজ্য রাজনীতিকে চাপে রাখতে এই মামলাগুলি ধরে ফের কি নতুন গতিবিধি তৈরি হয়, সেটাই দেখার অপেক্ষা রাজ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584