শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
গরু পাচার এবং কয়লা পাচারের মধ্যে এবার কালো টাকা সাদা করার যোগসুত্র মিলল সিবিআইয়ের হাতে। কিছুদিন আগেই লেক থানা এলাকা থেকে চাটার্ড একাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দিতে রাজ্যের এই পরিকল্পনা বলে আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেই গোবিন্দ আগরওয়াল গরু পাচার এবং কয়লা পাচারের কালো টাকা তার ভুয়ো সংস্থার মাধ্যমে সাদা করে দিতেন বলে জানতে পেরেছে সিবিআই। এবার কলকাতা পুলিশের কাছে ওই ব্যবসায়ীকে হেফাজতে নেওয়ার আবেদন আবেদন করবে সিবিআই।
চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের সঙ্গে গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হক ও কয়লা পাচারচক্রের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালা যে যোগসুত্র রয়েছে তা বিভিন্ন প্রমাণ পেয়ে আগেই আন্দাজ করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে গোবিন্দ আগরওয়ালকে। এবার সেই কালো টাকার যোগসুত্র জানতে ধৃত বিএসএফ কমান্ডার সতীশ কুমার এবং এনামুল হককে সামনাসামনি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা করছেন সিবিআই গোয়েন্দারা।
আরও পড়ুনঃ গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলের কোভিড রিপোর্ট ফের পজিটিভ
পুলিস সূত্রে খবর, ধৃত আগরওয়ালকে জেরা করে ও তাঁর ফার্মের নথি খতিয়ে দেখে জানা গিয়েছে যে, এনামুল ও অনুপ মাঝির কালো টাকা সাদা করার কাজটি করতেন। পাচারচক্রের দুই মাস্টারমাইন্ডের হিসেব বহির্ভূত সম্পত্তি থেকে শুরু করে কালো টাকার হিসেব সবই এই আগরওয়ালের তত্ত্বাবধানে থাকত।
ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে এই কালো টাকা বৈধ করার কাজটি চলত। প্রসঙ্গত এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই, তবে কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও পলাতক।
আরও পড়ুনঃ কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক খুললে দেশের আর্থিক কাঠামো তছনছ হবেঃ রঘুরাম রাজন
এদিন বেলেঘাটা আইডি হাসপাতালে এনামুলের করোনা পরীক্ষা করা হয়। সিবিআই সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় ১৪ দিন আইসোলেশনে থাকার পর, এনামুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাজিরা এড়াতে এনামুল দাবি করে সে এখনও সুস্থ নয়। তাই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হোক।
এনামুলের রিপোর্ট নেগেটিভ এলে তাকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।সিবিআই সূত্রে খবর, বিএসএফ কর্তা সতীশ কুমারের মুখোমুখি এনামুলকে বসিয়ে জেরা করলে উঠে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপাতত সেই সময়ের অপেক্ষা করছেন গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584