ওয়েবডেস্কঃ
আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা এ কে শর্মাকে বদলির অভিযোগে সিবিআই এর প্রাক্তন অন্তর্বর্তীকালীন অধিকর্তা নাগেশ্বর রাওকে এক লক্ষ টাকা জরিমানা করল শীর্ষ আদালত ।
সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর অলোক বর্মা ও অন্যতম সিবিআই শীর্ষ আধিকারিক রাকেশ আস্তানাকে নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় ডিরেক্টর পদ থেকে বর্মাকে অপসারণ করে সাময়িকভাবে অন্তর্বর্তীকালীন অধিকর্তা নিযুক্ত হয়েছিলেন নাগেশ্বর রাও । ওই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অন্তর্বর্তীকালীন অধিকর্তা থাকাকালীন নাগেশ্বর রাও কোন রকম নীতিগত বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না ।
কিন্তু শীর্ষ আদালত সূত্রে জানা গেছে , ওই সময় বিহার হোমে শিশু নির্যাতনের মামলার দায়িত্বে থাকা প্রাক্তন সিবিআই যুগ্ম অধিকর্তা এ কে শর্মাকে আদালতের নির্দেশ ছাড়াই বদলি করে দেন প্রাক্তন অন্তর্বর্তীকালীন সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও ।
আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে এই মামলার শুনানি হয় । সিবিআই এর প্রাক্তন অধিকর্তা নাগেশ্বর রাও সহ সিবিআই এর আইনী উপদেষ্টার বিরুদ্ধে ১ লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করে শীর্ষ আদালত । সাথে আদালত কর্তৃক নির্দেশ দেওয়া হয় আজ মামলা চলাকালীন সারাদিন এক কোনায় বসে থাকতে হবে ওই দুজন সিবিআই আধিকারিককে । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন “আমি নিজেই বলছি আদালতের মর্যাদা রাখা আবশ্যক..”।
অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানান গত ৭ ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করার অভিযোগে নাগেশ্বর রাওকে একটি নোটিশ পাঠানো হয় । নোটিশের প্রত্যুত্তরে নাগেশ্বর রাও তাঁর ভুল স্বীকার করেছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584