পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, বিবৃতি জারি সিবিএসই-র

0
56

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সিবিএসই-র তরফে এক বিবৃতি জারি করে জানানো হল, দশম ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় নিজেদের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে পারবে পরীক্ষার্থীরা। অতিমারি পরিস্থিতিতে অনেক পড়ুয়াই তাদের স্কুলের কাছাকাছি অঞ্চলে নেই। বেশির ভাগ অফিস কাছারিতে চালু রয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফলে বাবা-মায়েরাও কাজের ক্ষেত্র ছেড়ে নিজেদের পরিবারের সঙ্গে রয়েছেন, আর স্কুলেও ক্লাস চলছে অনলাইনে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিল বোর্ড।

CBSE
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

সিবিএসই বোর্ড সূত্রে জানা গিয়েছে যে, বোর্ডের তরফে শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই নতুন উইন্ডো খোলা হবে, যাতে তারা নিজেদের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে পরীক্ষার তারিখ জানানো হয়নি।

আরও পড়ুনঃ এ বছরের জুলাই মাস থেকে ৩% ডিএ ঘোষণা কেন্দ্রের, পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মী ও পেনশনভোগীরা

এবারের বার্ষিক পরীক্ষায় মোট ৯০ মিনিট সময় দেওয়া হবে। সিবিএসই তরফেই প্রশ্নপত্র তৈরি করা হবে এবং মার্কিং স্কিম সহ স্কুলে পাঠানো হবে। পরীক্ষা পরিচালিত হবে বহিরাগত কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এবং সিবিএসই নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে। প্রথম এবং দ্বিতীয় টার্মের নম্বর শিক্ষার্থীদের চূড়ান্ত স্কোরের জন্য রাখা হবে। টার্ম ১ নভেম্বর-ডিসেম্বরে এবং টার্ম ২ মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here