নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বছরের শেষ দিনেই ঘোষনা হতে চলেছে সিবিএসই পরীক্ষার সূচি। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যে ৬ টায় জানিয়ে দেওয়া হবে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ। টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
টুইটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লেখেন, ‘পড়ুয়া এবং অভিভাবকদের জন্য বড় ঘোষণা। শীঘ্রই ২০২১ সালে সিবিএসই পরীক্ষার সূচি ঘোষণা করব আমি।’ এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকেও টুইট করে বিষয়টি জানানো হয়। সেইসঙ্গে কোন সময়ে সূচি ঘোষণা করা হবে, সেটাও জানান তিনি।
📢Major announcements for students & parents!
I will announce the date when the exams will commence for students appearing for #CBSE board exams in 2021.
Stay tuned. pic.twitter.com/Lvp9Lf0qsT
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 26, 2020
আরও পড়ুনঃ যোগীর পথেই শিবরাজ, লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন রাজ্য মন্ত্রিসভার
চলতি বছর করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ স্কুল। ফলে সিবিএসই, আইসিএসই-সহ কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মূল্যায়ণ হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। সেইমতো মার্কশিটও দেওয়া হয়। এই অবস্থায় আগামী বছর কীভাবে বোর্ড পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
জল্পনা বাড়ে যে, নতুন বছরের গোড়াতেই হয়ে যেতে পারে সিবিএসই, আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। যদিও সেইসময়ই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে সিবিএসই পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584