নিউজ ফ্রন্ট,ওয়েব ডেস্কঃ
২০২২ সালে দুটি ভাগে সম্পন্ন হবে সিবিএসই পরীক্ষা, জানালো সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় ২০২১-২২ ব্যাচের নিয়ম কিছুটা আলাদাই হবে।
২০২২ সাল থেকে বোর্ডের পরীক্ষা দুটি ভাগেই নেওয়া হবে। করোনা আবহে এবারের পরীক্ষা বাতিল হওয়ায় এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বোর্ডের তরফে।
বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে কতটা সংযুক্ত তার ওপর বিশেষ জোর দেওয়া হবে মূল্যায়নে। এছাড়া, টার্ম এন্ডের পরীক্ষার নির্ধারিত সময় থাকবে ৯০ মিনিট। পরিবর্তন আসতে চলেছে পরীক্ষার ধরণেও। টার্ম ওয়ান- এর পরীক্ষা হবে এমসিকিউ ধাঁচে।
আরও পড়ুনঃ বিনামূল্যে বিশ্বকে কো-উইনের কোড দেবে ভারত
টার্ম টু-এর পরীক্ষা কি ধরণের হবে সে বিষয়ে বিস্তারিত না জানালেও, বোর্ডের তরফে বলা হয়েছে যদি সার্বিক পরিস্থিতি অনুকূল হয় সেক্ষেত্রে স্কুল থেকে ২ ঘন্টার পরীক্ষা নেওয়া যায় কিনা তা ভেবে দেখা হবে। তবে পরীক্ষা হবে কম সিলেবাসের ওপর সেকথা নির্দিষ্ট ভাবে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584