জিএসটি বসায় মূল্যবৃদ্ধি হচ্ছে আলকোহল ভিত্তিক স্যানিটাইজারের

0
44

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত ও প্রতীকী

বিশ্বব্যাপী করোনার বাড়বাড়ন্তে যতদিন না ভ্যাকসিন বের হচ্ছে ততদিন কিভাবে করনা এড়ানো যায় সে দিকে নজর দেওয়া ছাড়া উপায় নেই। এক্ষেত্রে স্যানিটাইজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার অ্যালকোহলযুক্ত  স্যানিটাইজার গুলোই বেশি কার্যকরী।তবে সেই স্যানিটাইজারের উপরই শতকরা ১৮ শতাংশ জিএসটি বসায় সাধারণের কপালে চিন্তার ভাঁজ।

গোয়ার স্প্রিংফিল্ড ইন্ডিয়া ডিস্টিলারিজ নামক সংস্থার করা এক আরটিআইয়ের জবাবে এমনটাই জানিয়েছে অথরিটি ফর অ্যাডভান্স রুলিং।

গ্রাহক বিষয়ক মন্ত্রণালয় স্যানিটাইজারকে প্রয়োজনীয় পণ্য হিসাবেই তালিকাভুক্ত করে। কিন্তু অথরিটি ফর অ্যাডভান্স রুলিং জানায় যে স্প্রিংফিল্ড ইন্ডিয়া ডিস্টিলারিজ সংস্থা কর্তৃক উৎপাদিত স্যানিটাইজার গুলো অ্যালকোহল বেসড। তাই নিয়ম অনুযায়ী এগুলোর উপর জিএসটি লাগু হবে। কারণ জিএসটি শ্রেণীবদ্ধ ৩৮০৮ টি পণ্যের তালিকায় এটি পড়ে।

আরও পড়ুন:ফের বিপর্যস্ত হোয়াটসঅ্যাপ!

অর্থাৎ যে সমস্ত স্যানিটাইজারে অ্যালকোহল রয়েছে সেগুলোর উপর শতকরা ১৮ শতাংশ জিএসটি বসবে ও সেগুলোর মূল্য বৃদ্ধি হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here