Breaking: আজ প্রকাশিত হতে চলেছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আজ দুপুর ২টোয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই পরীক্ষার ফলাফল। ফল জানা যাবে, সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in এবং cbse.gov.in -এ। এছাড়াও ফল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ডিজিলকার প্ল্যাটফর্মে।

CBSE result

করোনা পরিস্থিতির কারণে এবছর বাতিল হয় সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।পরীক্ষা না হওয়ার কারণে মূল্যায়নের ভিত্তিতেই ফল প্রকাশ হতে চলেছে।

সিবিএসই সরকারি ওয়েবসাইট ছাড়াএ ছাড়া উমঙ্গ অ্যাপ বা umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা থাকছে ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করে পড়ুয়ারা জানতে পারবেন ফল।

আরও পড়ুনঃ কোটা কর্মসূচির আওতায় মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে নয়া সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের

সিবিএসই বোর্ডের পক্ষ থেকেজানানো হয়েছে যে, মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। সেই নম্বর অনুযায়ীই প্রকাশিত হবে ফল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here