সিবিএসই-র সিলেবাস থেকে বাদ গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, ধর্ম নিরপেক্ষতার অধ্যায়

0
156

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবারই সিবিএসই জানিয়ে দিয়েছিল করোনা ভাইরাসের সঙ্কটের কারণে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে কিছু কাটছাঁট করবে তারা। কোভিড পরিস্থিতির কারণে ছাত্রছাত্রীদের যে নজিরবিহীন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল সিবিএসই।

Political science | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার জানা গেল, পড়ুয়াদের উপর চাপ কমাতে সিবিএসই-র জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হল গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম, নাগরিকত্ব এবং ধর্ম নিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলি। নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান থেকে পুরোপুরি বাদ গিয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকত্ব, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। স্থানীয় প্রশাসন সংক্রান্ত অধ্যায় থেকে দুটি অংশ বাদ দেওয়া হয়েছে। সেগুলি হল, ‘কেন স্থানীয় প্রশাসনের দরকার?’ আর ‘ভারতে স্থানীয় প্রশাসনের অগ্রগতি।’

আরও পড়ুনঃ বয়স্কদের পোস্টাল ব্যালটে ভোটদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে বোর্ড ‘সমসাময়িক বিশ্ব সুরক্ষা’, ‘পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ’, ‘ভারতে সামাজিক এবং নতুন সামাজিক আন্দোলন’ এবং ‘আঞ্চলিক সম্ভাবনা’ বিষয়গুলি একেবারেই সরিয়ে দিয়েছে।

অর্থনীতি থেকেও বাদ দেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। ‘পরিকল্পিত উন্নয়ন’ অধ্যায় থেকে, ‘ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃতি’ এবং ‘পরিকল্পনা কমিশন ও পঞ্চবার্ষিক পরিকল্পনা’র অংশগুলি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্কও বাদ পড়েছে করোনার তাড়নায়।

আরও পড়ুনঃ বাতিল করা যাবে না স্নাতক স্তরের পরীক্ষা, সিদ্ধান্ত ইউজিসির

একই সঙ্গে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ছেঁটে ফেলা হয়েছে ‘গণতন্ত্র ও বৈচিত্র্য’, ‘জাত-ধর্ম-লিঙ্গ’ শীর্ষক অধ্যায়টি। ভারতের খাদ্য সুরক্ষা বিষয়ক একটি অধ্যায়ও অর্থনীতির পাঠ্যক্রম থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে।

সিবিএসই-এর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সমালোচকদের অনেকের মতে, এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেগুলি বিজেপি তথা সংঘ পরিবারকে মতাদর্শগত ভাবে চ্যালেঞ্জ করে ঠিক সেই সেই অধ্যায়গুলিতেই কাঁচি চালানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here