পুরীর জগন্নাথের রথ ছাড়া ওড়িশায় বেরোবে না অন্য রথ, নিষেধাজ্ঞা জারি সুপ্রিম কোর্টের

0
35

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে এবছর পুরীর জগন্নাথের রথ ছাড়া বেরবে না অন্য রথ। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিশেষজ্ঞদের মতে, ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমশ ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ। সেই কারণে করোনা সংক্রমণ এড়াতে এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়ে জানায়, পুরী বাদে কোনও রথযাত্রা ওড়িশায় করা যাবে না এবছর। এদিন প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন।

Puri Rath yatra
পুরীর রথযাত্রা। ফাইল চিত্র

এদিন প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আশা করছি ঈশ্বর আমাদের আগামী বছর রথযাত্রা করার অনুমতি দেবেন।’ তিনি আরও বলেন, ‘আমিও প্রতি বছর পুরীতে যাই। কিন্তু গত দেড় বছরে সেখানে যাওয়া হয়নি আমার। আমি বাড়িতেই পূজো করি। বাড়িতেও প্রার্থনা করা যায়।’ ওড়িশা সরকারের বক্তব্য ছিল, রথযাত্রা হলে ভিড় সামলানো অসম্ভব হয়ে উঠবে। সেইসময় মানুষকে মাস্ক পরতে বাধ্য করা মুশকিল হবে। অনেকে সামাজিক দূরত্বও মানবেন না।

আরও পড়ুনঃ এবার চেঙ্গাইল, লোকাল ট্রেন চালুর দাবিতে রেললাইন অবরোধ

সেই কারণে গত বছরও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পুরীর জগন্নাথ মন্দির ছাড়া কোথাও রথযাত্রা করা যাবে না। ২০২০ সালে রথযাত্রার সময় কার্ফু জারি করেছিল ওড়িশা সরকার। রথ টানার জন্য সর্বাধিক ৫০০ লোককে অনুমতি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যাঁরা করোনা নেগেটিভ হয়েছেন শুধুমাত্র তারাই রথ টানতে পারবেন। এর জন্য উপযুক্ত প্রমাণও সঙ্গে রাখতে হয়েছিল ভক্তদের।

আরও পড়ুনঃ মোদীর মন্ত্রীসভায় নতুন মুখ হতে চলেছেন নিশীথ প্রামাণিক

উল্লেখ্য, এবছর ১২ জুলাই হওয়ার কথা রথ যাত্রা। তবে ওড়িশা সরকার জানিয়ে দেয় যে শুধু মাত্র পুরীর রথযাত্রা হবে এবছর। তাছাড়া রাজ্যের সব রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দেন নবীন পট্টনায়েক। এরপরই বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। তবে অতিমারী আবহে সেই আবেদন খারিজ করে দেওয়া হল শীর্ষ আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here