মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বন্ধ স্কুল-কলেজ। তাই এবছর নিজের স্কুলেই দিতে হবে সিবিএসই বোর্ডের বাকি থাকা পরীক্ষা, জানাল কেন্দ্র। পরীক্ষা চলাকালীন কঠোরভাবে পালন করা হবে সামাজিক দুরত্ব। সংক্রমণ রুখতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে যাতায়াত কম করার জন্যই এই ব্যবস্থা।
মঙ্গলবার জাতীয় টেলিভিশনে প্রশ্ন উত্তর পর্বে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বাকি থাকা বোর্ড পরীক্ষা নিজের স্কুলেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হলে, বোর্ড শীঘ্রই ফলাফল প্রকাশের চেষ্টা করবে।
আরও পড়ুনঃ সোনিয়ার ডাকে ভার্চুয়াল বৈঠকে থাকছেন মমতা
১৫ জুলাই বোর্ডের বাকি থাকা পরীক্ষা শেষ হবে এবং জুলাইয়ের শেষার্ধে ফলাফল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এইমুহূর্তে গোটা দেশে কোভিড-১৯-এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আর সেই কারণেই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ স্কুল কলেজ। সিবিএসই বোর্ডের বাকি থাকা পরীক্ষাগুলো কবে হবে তা কারোর জানা ছিল না। অনিশ্চয়তা নিয়ে পড়াশোনা করতে হচ্ছিল সিবিএসই বোর্ডের পড়ুয়াদের। এরপরই এহেন সিদ্ধান্ত নিল কেন্দ্র। এতে একটু হলেও স্বস্তি পেল পড়ুয়ারাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584