ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসই(CBSE) তাদের দশম ও দ্বাদশ শ্রেণীর অবশিষ্ট পরীক্ষা ১থেকে ১৫ ই জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে দাঙ্গাপীড়িত উত্তর-পূর্ব দিল্লির সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। এছাড়াও দ্বাদশ শ্রেণীর ফলাফল জেইই-অ্যাডভান্স পরীক্ষার মেরিট লিস্ট বেরোনোর আগেই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সিবিএসই বোর্ড মোট ২৯টি বিষয়ের অবশিষ্ট পরীক্ষা নেবে। দ্বাদশ শ্রেণির অবশিষ্ট পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে বিজনেস স্টাডিজ ,ভূগোল , হিন্দি (কোর), হিন্দি (ইলেক্টিভ), হোম সাইন্স, সমাজবিদ্যা, কম্পিউটার সাইন্স(পুরাতন), কম্পিউটার সাইন্স (নতুন), ইনফরমেশন প্রাকটিস (পুরাতন), ইনফরমেশন প্রাকটিস (নতুন), ইনফরমেশন টেকনোলজি এবং বায়োটেকনোলজি।
আরও পড়ুন:ব্রেকিং নিউজঃ জেইই-অ্যাডভান্স (JEE-Adv) পরীক্ষা ২৩শে আগস্ট
সম্প্রতি,মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখড়িয়াল জেইই মেইন, জেইই অ্যাডভান্স ও নিট পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছেন। ইউজিসি নেট ও ইগনু’র ভর্তি পরীক্ষার দিন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584