জেলাজুড়ে বাড়ছে সিসিটিভি ক্যামেরার নজরদারি

0
71

সুদীপ পাল,বর্ধমানঃ

শুধু বর্ধমান সদর শহর নয় সারা জেলা জুড়েই বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।গোটা জেলায় ১১২ টি পয়েন্টে ৪৫৮ টি ক্যামেরা লাগানোর প্রস্তাব দিয়েছে পুলিশের আবাসন বিভাগ।কিন্তু এত ক্যামেরা কেন এই ভাবে লাগানো হচ্ছে? জানা যাচ্ছে বেশ কয়েকটি কারণ এক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রথমত,সদর শহর এবং জেলা জুড়ে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে এই ক্যামেরা থাকলে তাতে নজরদারিতে সুবিধা হবে।দ্বিতীয়ত,জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় অনেক সময় দেখা যায় রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে।কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই খুনের কিনারা করা যায় না এই ক্যামেরা থাকলে তাতে সুবিধা হবে। তৃতীয়ত,সড়কে দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা পরবর্তীকালে তদন্তে এই ক্যামেরা না থাকার ফলে পুলিশকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়।
কিন্তু এই যুক্তিও উঠছে যে ধরনের ক্যামেরা লাগানো হয় তাতে ছবি অস্পষ্ট আসে এবং তার ফলে তদন্তে যে খুব বেশি সাহায্য করে তা নয়।তবে এবারে অবশ্য সেরকম হচ্ছেনা ৪৫৮ টি ক্যামেরার মধ্যে ২০৮ টি ক্যামেরায় থাকবে হাই ডেফিনেশনের সুবিধা।

ছবিঃপ্রতিবেদক

বর্ধমান শহরের ২৬ টি জায়গায় লাগানো হবে অষ্টআশিটি ক্যামেরা, শক্তিগড়ের ল্যাংচা দোকানের সামনে ছয়টি জায়গায় লাগানো হবে দশটি ক্যামেরা। তাছাড়াও গলসি এবং আউসগ্রামেও ক্যামেরা লাগানো হচ্ছে।খুব শীঘ্রই ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে বলে জানা যায়।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে শেষ মূহুর্তের প্রস্তুতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here